Go
আসসালামু আলাইকুম 😊 এই সিরিজে আমরা নতুন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখবো যা পৃথিবীতে একদম নতুন এবং আগামীতে এই ল্যাঙ্গুয়েজটি আইটি মার্কেট এর বড় একটা অংশ দখল করবে বলে ধারনা করা হচ্ছে । কথা নাহ বাড়িয়ে চলুন শুরু করা যাক - আমরা আজকে থেকে যে ল্যাঙ্গুয়েজটি শিখবো সেটির নাম হলো Go । এটি Google ২০০৯ সালে প্রথম প্রকাশ করে । আমার জানামতে এখনো Go এর কোড রান করার জন্য Google নিজস্ব কোন IDE তৈরি করে নাই । আপনি চাইলে যে কোন IDE ব্যাবহার করতে পারেন । JetBrains এর তৈরি GoLand নামক IDE পাবেন https://www.jetbrains.com/go/specials/go/go.html?utm_source=quora&utm_medium=cpc&utm_campaign=go এখানে , কিন্তু এটি পেইড IDE । চাইলে ৩০ দিনের ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন । Go এর কোড রান করার জন্য সাধারণত যে IDE গুলো ইউজ করা হয় তার একটি ধারনা পাবেন http://geekmonkey.org/2012/09/comparison-of-ides-for-google-go/ এই লিস্ট থেকে । বিভিন্ন IDE এর সাথে Go এর প্লাগিন ইন্সটল করে কোড করা যায় । আমরা এই সিরিজে Sublime Text ব্যাবহার করবো...