gif

এই পর্বে আমরা দেখবো এপে জিফ ইমেজগুলো কিভাবে ব্যাবহার করতে হয় । এ জন্য আমরা একটি সাপোর্ট লাইব্রেরীর সাহায্য নিবো । তো চলুন শুরু করা যাক -

সাপোর্ট লাইব্রেরীর এড করতে এই লিংকে যান - https://github.com/koral--/android-gif-drawable ।

স্ক্রল করে -

প্রথমটা build.gradle(Module.app) এর dependencies এ এড করে নিন । এখানে compile এর পরবর্তীতে implementation ব্যাবহার করবেন ।
এর পরেরটা build.gradle ( Project : Your Project Name ) এর buildscript এবং allprojects এ mavenCentral() লাইনটি এড করে নিয়ে sync now তে ক্লিক করুন ।

এবার activity_main.xml  এ চলে আসুন -

<p লিখলেই দেখবেন ৪ টি অপশন দেখাবে , এখন চাইলে আপনি আপনার প্রয়োজনে GifImageView অথবা GifTextView অথবা GifImageButton অথবা GifTextureView ইউজ করতে পারেন ।

আমরা এখানে আপাতত GifImageView টা ব্যাবহার করছি , বাকিগুলোর ব্যাবহারও সেইম ।

 <?xml version="1.0" encoding="utf-8"?>  
 <LinearLayout  
   xmlns:android="http://schemas.android.com/apk/res/android"  
   xmlns:app="http://schemas.android.com/apk/res-auto"  
   xmlns:tools="http://schemas.android.com/tools"  
   android:layout_width="match_parent"  
   android:layout_height="match_parent"  
   tools:context=".MainActivity">  
   <pl.droidsonroids.gif.GifImageView  
     android:layout_width="match_parent"  
     android:layout_height="match_parent"  
     android:src="@drawable/loading"/>  
 </LinearLayout>  


Gif ইমেজটি copy করে drawable এ paste করে নিন । নাম দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন । যেমন এখানে আমি জিফের নাম দিয়েছি loading । নামের ক্ষেত্রে বড় হাতের অক্ষর দেয়া যাবে নাহ এবং সংখ্যাও এড়িয়ে যাওয়া বেটার ।

এরপর জিফের নামটা src এ বসিয়ে নিন । এবার এপটি রান করুন । আশা করি সফলভাবে রান হবে।
ধন্যবাদ সবাইকে 😊😊😊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Toggle Button - 10 ( Android Bangla Tutorial)

Spinner View - 11 ( Android Bangla Tutorial)

ImageView ( Android Bangla Tutorial - )