Git - 2

এই পর্বে আমরা দেখবো -
         ১ -  একের অধিক ফাইল নিয়ে গিটে কিভাবে কাজ করে ?
         ২ -

গত পর্বে আমরা ১টি ফাইল নিয়ে কাজ করেছি । এবার সি ও জাভা প্রোগ্রামিং এর দুটি ফাইল নিলাম এখানে । এবার যদি git status কমান্ড টি দেই তাহলে দেখতে পাবো -

এখানে আমি প্রথমে ২টি ফাইল নিয়ে আবার সেই ফাইল দুইটি কোন এক কারনে ডিলেট করে নতুন দুটি ফাইল নিয়েছি । তো আমরা যদি এরকম কোন ফাইল ওই ফোল্ডার থেকে ডিলেট করে দেই তাহলে কি কি কমান্ড ইউজ করতে পারি সেগুলো দেখিয়ে দিচ্ছে । ডিলেট ফাইলের ব্যাপারে পরে আসছি ।

তো দেখা যাচ্ছে নতুন ফাইল দুটি untracked অবস্থায় আছে । তো চলুন এই ফাইল দুটি গিটে এড করে দেই । যদি একই সাথে একের অধিক ফাইল গিটে এড করতে চান তাহলে যে দুটি উপায় ফলো করতে পারেন । প্রথমটি হলো  (    git add .   ) -

git add . কমান্ডটি দিলে আমাদের ফোল্ডার এর ভিতরে থাকা নতুন সকল ফাইলই এড হয়ে যাবে ।  কিংবা  git add Student.java array.c কমান্ডটি দিতে পারতাম । git add এর পর ডট দিলে সকল ফাইল এড হয়ে যাবে অন্যদিকে git add এর পর আমরা যতগুলো ফাইলের নাম দিবো শুধু সেইগুলো এড হবে ।

এবার একের অধিক ফাইলের ক্ষেত্রে কমিট যেভাবে ব্যাবহার করবো তা দেখা যাক । দুটি ফাইলের ভিতরেই কিছু এড বা চেঞ্জ করে নিলাম ।
এবার যদি git status কমান্ড দেয়া হয় তাহলে দেখা যাবে ফাইলদুটি modified দেখাচ্ছে ।
এবার আমরা কমিট দিয়ে রেকর্ড করে রাখবো আমাদের ফাইলের ভিতরে কি চেঞ্জ হইছে ।

git commit -am "commit coment" । -am দেয়ার ফলে আমার যতগুলো ফাইল চেঞ্জ হইছে সবগুলো ফাইলের জন্যই কমিট হবে । কিন্তু ধরুন আমি স্পেসিফিক ভাবে যদি একের অধিক ফাইলকে কমিট করতে চাই একসাথে তাহলে এভাবে লিখতে হবে -





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Spinner View - 11 ( Android Bangla Tutorial)

ImageView ( Android Bangla Tutorial - )

Toggle Button - 10 ( Android Bangla Tutorial)