radient background color

এই পর্বে আমরা দেখবো কিভাবে অ্যাপের কোন ভিউতে ব্যাকগ্রাউন্ড হিসেবে একের অধিক কালার ইউজ করতে পারি । এজন্য drawable এ রাইট ক্লিক করে  New -> Drawable resource file খুলুন । আমি নাম দিলাম   gradient_color

gradient_color.xml -

 <?xml version="1.0" encoding="utf-8"?>  
 <shape xmlns:android="http://schemas.android.com/apk/res/android">  
   <gradient  
     android:type="linear"  
     android:startColor="@color/colorAccent"  
     android:centerColor="@android:color/holo_orange_light"  
     android:endColor="@color/colorPrimary"  
     android:angle="90"></gradient>  
 </shape>  

প্রথমত আপনাকে type দিতে হবে , মোট ৩ টি টাইপ আছে - linear,sweep, radial । বাকি দুইটা আপনারা প্র্যাকটিস করে দেখবেন কিভাবে ডিজাইন হয় । এরপর মোট ৩ টি ভাগে ভাগ করে কালার করতে পারবেন পুরো লেআউট কে । সেগুলো startColor, centerColor, endColor এর ভিতর সেই কালারগুলো দিয়ে দিলাম । এবং অবশেষে কত ডিগ্রি angle এ কালার বসবে সেটি বলে দিতে হবে ।

এবার আপনি যে ভিউতে এই ব্যাকগ্রাউন্ড সেট করতে চান সেই ভিউ তে  background ট্যাগে drawable/ফাইল_নাম দিয়ে দিন 😊😊😊

সহজভাবে gradient ব্যাবহার করার জন্য http://angrytools.com/gradient/ এই লিংকে যান । এখান থেকে আপনার ইচ্ছামত gradient তৈরি করে Android এর কোড কপি করে নিজের প্রোজেক্ট এ পেস্ট করে নিন।  😊😊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Spinner View - 11 ( Android Bangla Tutorial)

ImageView ( Android Bangla Tutorial - )

Toggle Button - 10 ( Android Bangla Tutorial)