Popup Menu
এই পর্বে আমরা দেখবো কিভাবে Popup Menu নিয়ে কাজ করতে পারি । Popup Menu সকল ধরনের ভিউ কম্পোনেন্ট এর সাথে কাজ করতে পারে । আমরা একটি বাটনের সাহায্যে Popup Menu দেখাবো । ধরা যাক ই-কমার্স এর একটি অ্যাপের ভিতর বাটনের মাধ্যমে ইউজার সিলেক্ট করবে ইউজার কোন টাপের প্রোডাক্ট কিনতে চায় । দেখতে এরকম -
চলুন ডিজাইন শুরু করা যাক 😊
activity_main.xml এ শুধুমাত্র একটি বাটন নিলাম -
shop.xml (শপিং টাইপ গুলো বা মেন্যুগুলো হল Male, Female, Kids) -
এবার জাভা কোড করা যাক । MainActivity.java -
বাটনের অনক্লিক ম্যাথডের নাম দিয়েছিলাম shopping । প্রথমে PopupMenu এর অবজেক্ট তৈরি করলাম যার ভিতর কন্সট্রাক্টর হিসেবে ২ টা ভ্যালু যাবে । ১ম টি context এবং ২য় টি যে ভিউতে আমরা মেন্যুটি দেখাবো (View ক্লাসের view অবজেক্ট এর মাধ্যমে বাটন ভিউ কম্পোনেন্ট টি পেয়েছি) ।
এরপর PopupMenu তে আমাদের মেন্যু রিসোর্স ফাইলটি inflate করে দিয়ে show() ম্যাথডের মাধ্যমে ইউজার কে দেখানোর জন্য ভিজিবল করে দিলাম ।
এখন অ্যাপটি রান করে বাটনে ক্লিক করলে বাটনে অপশনগুলো দেখা যাবে । এখন সেই অপশন এ ক্লিক করলে যে প্রসেস গুলো হবে তা setOnMenuItemClickListener এর ভিতর লিখে দিলেই হবে । আপাতত আমরা প্রতিটি অপশন টোস্ট এর ভিতরে দেখাবো -
আগের মেন্যু অপশন গুলো দেখে আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি করা হইছে । পপআপ মেন্যু এর অব্জেক্ট এর সাথে setOnMenuItemClickListener দিয়ে তার ভিতরের onMenuItemClick ম্যাথডের ভিতর সুইচ-কেসের মাধ্যমে ইউজার যে অপশন চুজ করছে তার আইডি নেয়া হইছে । এরপর এখানে আপনি আপনার অ্যাপের জন্য যে কোড করা প্রয়োজন সেটি করে দিবেন 😊
এবার অ্যাপটি রান করে বাটনে ক্লিক করলে যেভাবে দেখাবে -
MainActivity.java ফুল কোড -
ধন্যবাদ 😊😊😊
চলুন ডিজাইন শুরু করা যাক 😊
activity_main.xml এ শুধুমাত্র একটি বাটন নিলাম -
<?xml version="1.0" encoding="utf-8"?>
<LinearLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
xmlns:app="http://schemas.android.com/apk/res-auto"
xmlns:tools="http://schemas.android.com/tools"
android:layout_width="match_parent"
android:layout_height="match_parent"
android:orientation="vertical"
tools:context="com.example.user.popupmenu.MainActivity">
<Button
android:layout_width="wrap_content"
android:layout_height="wrap_content"
android:text="Shopping"
android:textStyle="bold"
android:textSize="25sp"
android:padding="10dp"
android:layout_gravity="center"
android:onClick="shopping"/>
</LinearLayout>
shop.xml (শপিং টাইপ গুলো বা মেন্যুগুলো হল Male, Female, Kids) -
<?xml version="1.0" encoding="utf-8"?>
<menu xmlns:android="http://schemas.android.com/apk/res/android">
<item android:id="@+id/MaleItem"
android:title="Male Item"></item>
<item android:id="@+id/FemaleItem"
android:title="Female Item"></item>
<item android:id="@+id/KidsItem"
android:title="Kids Item"></item>
</menu>
এবার জাভা কোড করা যাক । MainActivity.java -
public void shopping(View view) {
PopupMenu popupMenu = new PopupMenu(this,view);
popupMenu.inflate(R.menu.shop);
popupMenu.show();
বাটনের অনক্লিক ম্যাথডের নাম দিয়েছিলাম shopping । প্রথমে PopupMenu এর অবজেক্ট তৈরি করলাম যার ভিতর কন্সট্রাক্টর হিসেবে ২ টা ভ্যালু যাবে । ১ম টি context এবং ২য় টি যে ভিউতে আমরা মেন্যুটি দেখাবো (View ক্লাসের view অবজেক্ট এর মাধ্যমে বাটন ভিউ কম্পোনেন্ট টি পেয়েছি) ।
এরপর PopupMenu তে আমাদের মেন্যু রিসোর্স ফাইলটি inflate করে দিয়ে show() ম্যাথডের মাধ্যমে ইউজার কে দেখানোর জন্য ভিজিবল করে দিলাম ।
এখন অ্যাপটি রান করে বাটনে ক্লিক করলে বাটনে অপশনগুলো দেখা যাবে । এখন সেই অপশন এ ক্লিক করলে যে প্রসেস গুলো হবে তা setOnMenuItemClickListener এর ভিতর লিখে দিলেই হবে । আপাতত আমরা প্রতিটি অপশন টোস্ট এর ভিতরে দেখাবো -
popupMenu.setOnMenuItemClickListener(new PopupMenu.OnMenuItemClickListener() {
@Override
public boolean onMenuItemClick(MenuItem menuItem) {
switch (menuItem.getItemId()){
case R.id.MaleItem:
Toast.makeText(MainActivity.this, "Male Item Clicked", Toast.LENGTH_SHORT).show();
break;
case R.id.FemaleItem:
Toast.makeText(MainActivity.this, "Female Item Clicked", Toast.LENGTH_SHORT).show();
break;
case R.id.KidsItem:
Toast.makeText(MainActivity.this, "Kids Item Clicked", Toast.LENGTH_SHORT).show();
break;
default:
Toast.makeText(MainActivity.this, "Try Again", Toast.LENGTH_SHORT).show();
}
return true;
}
});
আগের মেন্যু অপশন গুলো দেখে আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি করা হইছে । পপআপ মেন্যু এর অব্জেক্ট এর সাথে setOnMenuItemClickListener দিয়ে তার ভিতরের onMenuItemClick ম্যাথডের ভিতর সুইচ-কেসের মাধ্যমে ইউজার যে অপশন চুজ করছে তার আইডি নেয়া হইছে । এরপর এখানে আপনি আপনার অ্যাপের জন্য যে কোড করা প্রয়োজন সেটি করে দিবেন 😊
এবার অ্যাপটি রান করে বাটনে ক্লিক করলে যেভাবে দেখাবে -
MainActivity.java ফুল কোড -
package com.example.user.popupmenu;
import android.support.v7.app.AppCompatActivity;
import android.os.Bundle;
import android.view.MenuInflater;
import android.view.MenuItem;
import android.view.View;
import android.widget.PopupMenu;
import android.widget.Toast;
public class MainActivity extends AppCompatActivity {
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
}
public void shopping(View view) {
PopupMenu popupMenu = new PopupMenu(this,view);
popupMenu.inflate(R.menu.shop);
popupMenu.show();
popupMenu.setOnMenuItemClickListener(new PopupMenu.OnMenuItemClickListener() {
@Override
public boolean onMenuItemClick(MenuItem menuItem) {
switch (menuItem.getItemId()){
case R.id.MaleItem:
Toast.makeText(MainActivity.this, "Male Item Clicked", Toast.LENGTH_SHORT).show();
break;
case R.id.FemaleItem:
Toast.makeText(MainActivity.this, "Female Item Clicked", Toast.LENGTH_SHORT).show();
break;
case R.id.KidsItem:
Toast.makeText(MainActivity.this, "Kids Item Clicked", Toast.LENGTH_SHORT).show();
break;
default:
Toast.makeText(MainActivity.this, "Try Again", Toast.LENGTH_SHORT).show();
}
return true;
}
});
}
}
ধন্যবাদ 😊😊😊
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন