Beginning with Android ( Android Bangla Tutorial -1)
হ্যালো বন্ধুরা 😊
প্রথমেই আমাদের দেখতে হবে আমাদের পিসি Android Studio ব্যাবহার করার উপযোগী কিনা । এজন্য "My Computer" কিংবা "This Pc" নামক আপনার পিসি তে যে ড্রাইভারটি আছে তাতে রাইট বাটনে ক্লিক করে Properties এ ক্লিক করুন 😊
এখানে View basic information about your computer এর System এ Installed memory(RAM): সর্বনিম্ন 4.00GB আছে কিনা দেখে নিন। যদি নাহ থাকে তবে আপনার কম্পিউটার এর র্যাম বাড়িয়ে নিতে হবে ।
এই সিরিজ তৈরি করতে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যাবহার করবো । অ্যান্ড্রোয়েড অ্যাপ তৈরি করতে আমাদের যে সফটওয়্যার-টি প্রয়োজন সেটি হল "Android Studio" ।
Android Download ঠিকানা তে গেলেই Download Android Studio দেখতে পাবেন , সেখানে ক্লিক করলে তাদের লাইসেন্স এর সাথে একমত হতে বলবে, I have read and agree with the above terms and conditions এর পাশের চেকবক্সে টিক দিয়ে Android Studio ডাইউনলোড করে নিন।
এবার সফটওয়্যার টির রাইট বাটনে ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন । পিসি কনফারমেশন চাইলে Yes বাটনে ক্লিক করুন ।
তারপর Next -> Next-> I Agree -> Next -> Install . ইন্সটল হতে কিছুটা সময় লাগবে, অপেক্ষা করুন । এরপর Next->এবং Finish 😊 এরপর I do not have a previous version of studio ক্লিক করা থাকলে ok প্রেস করুন । এরপর Next -> Next -> Finish । এবারও একটু টাইম নিবে, অপেক্ষা করুন😊 এরপর পিসি আরো একবার কনফারমেশন চাইতে পারে , তখন Yes দিয়ে শেষ Finish বাটনে ক্লিক করুন ।
ইন্সটল হয়ে গেল Android Studio । পরের পার্ট এ দেখবো আমরা কিভাবে নতুন প্রোজেক্ট খুলবো 😊
প্রথমেই আমাদের দেখতে হবে আমাদের পিসি Android Studio ব্যাবহার করার উপযোগী কিনা । এজন্য "My Computer" কিংবা "This Pc" নামক আপনার পিসি তে যে ড্রাইভারটি আছে তাতে রাইট বাটনে ক্লিক করে Properties এ ক্লিক করুন 😊
এখানে View basic information about your computer এর System এ Installed memory(RAM): সর্বনিম্ন 4.00GB আছে কিনা দেখে নিন। যদি নাহ থাকে তবে আপনার কম্পিউটার এর র্যাম বাড়িয়ে নিতে হবে ।
এই সিরিজ তৈরি করতে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যাবহার করবো । অ্যান্ড্রোয়েড অ্যাপ তৈরি করতে আমাদের যে সফটওয়্যার-টি প্রয়োজন সেটি হল "Android Studio" ।
Android Download ঠিকানা তে গেলেই Download Android Studio দেখতে পাবেন , সেখানে ক্লিক করলে তাদের লাইসেন্স এর সাথে একমত হতে বলবে, I have read and agree with the above terms and conditions এর পাশের চেকবক্সে টিক দিয়ে Android Studio ডাইউনলোড করে নিন।
এবার সফটওয়্যার টির রাইট বাটনে ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন । পিসি কনফারমেশন চাইলে Yes বাটনে ক্লিক করুন ।
তারপর Next -> Next-> I Agree -> Next -> Install . ইন্সটল হতে কিছুটা সময় লাগবে, অপেক্ষা করুন । এরপর Next->এবং Finish 😊 এরপর I do not have a previous version of studio ক্লিক করা থাকলে ok প্রেস করুন । এরপর Next -> Next -> Finish । এবারও একটু টাইম নিবে, অপেক্ষা করুন😊 এরপর পিসি আরো একবার কনফারমেশন চাইতে পারে , তখন Yes দিয়ে শেষ Finish বাটনে ক্লিক করুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন