TimePicker Dailog
এই পর্বে আমরা শিখবো কিভাবে ইন্সট্যন্স তারিখ, বার , সময় দেখাতে পারি এবং ঘড়ির টাইম নিয়ে কাজ করতে পারি । তো চলুন শুরু করা যাক -
শুরুতে আমরা ডিজাইন করবো । ডিজাইন টা এমন হবে যে, একটি বাটন থাকবে , সে বাটনে ক্লিক করলে ঘড়ি দেখাবে , সেখান থেকে টাইম সেট করে নিলে সেটা একটি টেক্সভিউ তে দেখাবে । এবং আরেকটি টেক্সভিউতে ইন্সট্যন্স তারিখ, বার ,সময় দেখাবে ।
এখানে ডিজাইন এর কোড আমি আলোচনা করবো নাহ । কারন নতুন করে কোন ট্যাগ ইউজ করা হয় নাই , যদি আপনি পূর্বের ব্লগগুলো পড়ে আসেন তাহলে নিজেই বুঝতে পারবেন 😊
activity_main.xml -
আমরা ইচ্ছা করলে ডায়রেক্ট TimePicker ব্যাবহার করতে পারতাম,ইউজারকে ঘড়ি দেখানোর জন্য । কিন্তু কোন অ্যাপের ভিতর এভাবে ঘড়ি দেখানো ভালো প্র্যাকটিস নাহ । তাই বাটন ক্লিক এর মাধ্যমে ঘড়ি দেখানোর কোড করা হইছে ।
MainActivity.java -
আমরা বাটন এবং টেক্সভিউগুলোর ইন্সট্যন্স তৈরি করলাম । এরপর ডেট টাইম নিয়ে কাজ করতে গেলে যে ক্লাসটির সাহায্য নিতে হয় সেটি হল Calendar ক্লাস । সেটিরও ইন্সট্যন্স তৈরি করলাম ।
onCreate ম্যাথডের ভিতর ইন্সট্যন্স এর সাথে ভিউগুলোর আইডি যুক্ত করে দিলাম ।
তো প্রথমেই আমরা সাথে সাথে কিভাবে তারিখ, বার ,সময় পেতে পারি তা নিয়ে কাজ করবো ।
timer এর ভিতর একটি getDateTime() ম্যাথড নিলাম যেটি onCreate ম্যাথডের বাইরে কোডিং করবো । এখানে ম্যাথডের নাম আপনি আপনার ইচ্ছামত দিতে পারেন । তো চলুন এই ম্যাথডের কোডিংটা করা যাক -
SimpleDateFormate এর ইন্সট্যন্স তৈরি করলাম যাতে আমরা কিভাবে তারিখ, বার ,সময় দেখবো সেই ফরমেট টা দিতে পারি । এরপর সেই ইন্সট্যন্স এর ফরমেট টা পাঠিয়ে দিলাম calendar থেকে টাইম নিয়ে ।
খুব সিম্পল কাজ । এতেই আমাদের উপরের টেক্সভিউতে টাইম, ডেট, ডে সেট হয়ে যাবে । আপনি যেভাবে ইচ্ছুক সেভাবে ফরমেট দিতে পারবেন । এখানে -
EEE- বার
MMM - মাস
d - দিন
yyyy - বছর
HH - ঘন্টা
mm - মাস
ss - সেকেন্ড
এবার আমরা TimePicker নিয়ে কাজ করবো -
বাটনে ক্লিক করলে ঘড়ি দেখাবে তাই বাটনের onClickListener এর onClick ম্যাথডের ভিতর TimePickerDialog ক্লাসের সাহায্য নিলাম । এর ভিতরে যে ৫ টি কন্সট্র্যাক্টর এর ভ্যালু দিতে হবে তার ১ম টি আমরা কোন ক্লাসে দেখাবো সেটি , ২য় টি যে টাইম টা আমরা সেট করবো সেটি যেখানে রিসিভ করবো , ৩য় এবং ৪র্থ টি বর্তমানে যে টাইম আছে সেটি দেখানোর জন্য (টাইম আমরা Calendar ক্লাসের মাধ্যমে পাবো) , ৫ম টি হল ঘড়িটি ২৪ নাকি ১২ ঘন্টা আকারে দেখাবে সেটি ( false মানে ১২ ঘন্টা দেখাবে আর true মানে ২৪ ঘন্টা দেখাবে ), এরপর show() ম্যাথড দ্বারা ঘড়িটি ইউজারকে দেখালাম ।
এবার ঘড়ি থেকে টাইম নিয়ে সেটি টেক্সভিউতে সেট করবো
টাইম রিসিভ করতে TimePickerDailog ক্লাসের OnTimeSetListener এর সাহায্য নিতে হবে । এর ভিতর বাই ডিফল্ট ম্যাথডের মাধ্যমে চলে আশা টাইম পরের টেক্সভিউ এর ইন্সট্যান্স এ সেট করে দিলাম ।
তাহলে আমাদের MainActivity.java তে ফুল যে কোড দাঁড়ালো -
এবার প্রোজেক্ট টি রান করুন । তাহলে যেভাবে কাজ করবে -
ধন্যবাদ 😊😊😊
শুরুতে আমরা ডিজাইন করবো । ডিজাইন টা এমন হবে যে, একটি বাটন থাকবে , সে বাটনে ক্লিক করলে ঘড়ি দেখাবে , সেখান থেকে টাইম সেট করে নিলে সেটা একটি টেক্সভিউ তে দেখাবে । এবং আরেকটি টেক্সভিউতে ইন্সট্যন্স তারিখ, বার ,সময় দেখাবে ।
এখানে ডিজাইন এর কোড আমি আলোচনা করবো নাহ । কারন নতুন করে কোন ট্যাগ ইউজ করা হয় নাই , যদি আপনি পূর্বের ব্লগগুলো পড়ে আসেন তাহলে নিজেই বুঝতে পারবেন 😊
activity_main.xml -
<?xml version="1.0" encoding="utf-8"?>
<LinearLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
xmlns:app="http://schemas.android.com/apk/res-auto"
xmlns:tools="http://schemas.android.com/tools"
android:layout_width="match_parent"
android:layout_height="match_parent"
android:orientation="vertical"
tools:context="com.example.user.timepicker.MainActivity">
<Button
android:id="@+id/showTime"
android:layout_width="match_parent"
android:layout_height="wrap_content"
android:text="Show Time"
android:textSize="25sp"/>
<TextView
android:id="@+id/Timer"
android:layout_width="match_parent"
android:layout_height="wrap_content"
android:textSize="30sp"
android:gravity="center"
android:textColor="@color/colorPrimary"/>
<TextView
android:id="@+id/writeTime"
android:layout_width="match_parent"
android:layout_height="match_parent"
android:gravity="center"
android:textSize="30sp"
android:textStyle="bold"/>
</LinearLayout>
আমরা ইচ্ছা করলে ডায়রেক্ট TimePicker ব্যাবহার করতে পারতাম,ইউজারকে ঘড়ি দেখানোর জন্য । কিন্তু কোন অ্যাপের ভিতর এভাবে ঘড়ি দেখানো ভালো প্র্যাকটিস নাহ । তাই বাটন ক্লিক এর মাধ্যমে ঘড়ি দেখানোর কোড করা হইছে ।
MainActivity.java -
public class MainActivity extends AppCompatActivity {
Button btn ;
TextView textView,timer;
Calendar calendar = Calendar.getInstance();
আমরা বাটন এবং টেক্সভিউগুলোর ইন্সট্যন্স তৈরি করলাম । এরপর ডেট টাইম নিয়ে কাজ করতে গেলে যে ক্লাসটির সাহায্য নিতে হয় সেটি হল Calendar ক্লাস । সেটিরও ইন্সট্যন্স তৈরি করলাম ।
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
textView = findViewById(R.id.writeTime);
timer= findViewById(R.id.Timer);
btn = findViewById(R.id.showTime);
onCreate ম্যাথডের ভিতর ইন্সট্যন্স এর সাথে ভিউগুলোর আইডি যুক্ত করে দিলাম ।
তো প্রথমেই আমরা সাথে সাথে কিভাবে তারিখ, বার ,সময় পেতে পারি তা নিয়ে কাজ করবো ।
timer.setText(getDateTime());
timer এর ভিতর একটি getDateTime() ম্যাথড নিলাম যেটি onCreate ম্যাথডের বাইরে কোডিং করবো । এখানে ম্যাথডের নাম আপনি আপনার ইচ্ছামত দিতে পারেন । তো চলুন এই ম্যাথডের কোডিংটা করা যাক -
private String getDateTime() {
SimpleDateFormat sdf = new SimpleDateFormat("EEE, MMM d, yyyy, HH:mm:ss");
return sdf.format(calendar.getTime());
}
SimpleDateFormate এর ইন্সট্যন্স তৈরি করলাম যাতে আমরা কিভাবে তারিখ, বার ,সময় দেখবো সেই ফরমেট টা দিতে পারি । এরপর সেই ইন্সট্যন্স এর ফরমেট টা পাঠিয়ে দিলাম calendar থেকে টাইম নিয়ে ।
খুব সিম্পল কাজ । এতেই আমাদের উপরের টেক্সভিউতে টাইম, ডেট, ডে সেট হয়ে যাবে । আপনি যেভাবে ইচ্ছুক সেভাবে ফরমেট দিতে পারবেন । এখানে -
EEE- বার
MMM - মাস
d - দিন
yyyy - বছর
HH - ঘন্টা
mm - মাস
ss - সেকেন্ড
এবার আমরা TimePicker নিয়ে কাজ করবো -
btn.setOnClickListener(new View.OnClickListener() {
@Override
public void onClick(View view) {
new TimePickerDialog(MainActivity.this,s,calendar.get(Calendar.HOUR_OF_DAY),calendar.get(Calendar.MINUTE),true).show();
}
});
বাটনে ক্লিক করলে ঘড়ি দেখাবে তাই বাটনের onClickListener এর onClick ম্যাথডের ভিতর TimePickerDialog ক্লাসের সাহায্য নিলাম । এর ভিতরে যে ৫ টি কন্সট্র্যাক্টর এর ভ্যালু দিতে হবে তার ১ম টি আমরা কোন ক্লাসে দেখাবো সেটি , ২য় টি যে টাইম টা আমরা সেট করবো সেটি যেখানে রিসিভ করবো , ৩য় এবং ৪র্থ টি বর্তমানে যে টাইম আছে সেটি দেখানোর জন্য (টাইম আমরা Calendar ক্লাসের মাধ্যমে পাবো) , ৫ম টি হল ঘড়িটি ২৪ নাকি ১২ ঘন্টা আকারে দেখাবে সেটি ( false মানে ১২ ঘন্টা দেখাবে আর true মানে ২৪ ঘন্টা দেখাবে ), এরপর show() ম্যাথড দ্বারা ঘড়িটি ইউজারকে দেখালাম ।
এবার ঘড়ি থেকে টাইম নিয়ে সেটি টেক্সভিউতে সেট করবো
TimePickerDialog.OnTimeSetListener s = new TimePickerDialog.OnTimeSetListener() {
@Override
public void onTimeSet(TimePicker timePicker, int i, int i1) {
textView.setText(i+" : "+i1);
}
};
টাইম রিসিভ করতে TimePickerDailog ক্লাসের OnTimeSetListener এর সাহায্য নিতে হবে । এর ভিতর বাই ডিফল্ট ম্যাথডের মাধ্যমে চলে আশা টাইম পরের টেক্সভিউ এর ইন্সট্যান্স এ সেট করে দিলাম ।
তাহলে আমাদের MainActivity.java তে ফুল যে কোড দাঁড়ালো -
package com.example.user.timepicker;
import android.app.TimePickerDialog;
import android.support.v7.app.AppCompatActivity;
import android.os.Bundle;
import android.view.View;
import android.widget.Button;
import android.widget.TextView;
import android.widget.TimePicker;
import java.text.DateFormat;
import java.text.SimpleDateFormat;
import java.util.Calendar;
import java.util.Date;
public class MainActivity extends AppCompatActivity {
Button btn ;
TextView textView,timer;
Calendar calendar = Calendar.getInstance();
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
textView = findViewById(R.id.writeTime);
timer= findViewById(R.id.Timer);
btn = findViewById(R.id.showTime);
timer.setText(getDateTime());
btn.setOnClickListener(new View.OnClickListener() {
@Override
public void onClick(View view) {
new TimePickerDialog(MainActivity.this,s,calendar.get(Calendar.HOUR_OF_DAY),calendar.get(Calendar.MINUTE),true).show();
}
});
}
private String getDateTime() {
SimpleDateFormat sdf = new SimpleDateFormat("EEE, MMM d, yyyy, HH:mm:ss");
return sdf.format(calendar.getTime());
}
TimePickerDialog.OnTimeSetListener s = new TimePickerDialog.OnTimeSetListener() {
@Override
public void onTimeSet(TimePicker timePicker, int i, int i1) {
textView.setText(i+" : "+i1);
}
};
}
এবার প্রোজেক্ট টি রান করুন । তাহলে যেভাবে কাজ করবে -
ধন্যবাদ 😊😊😊
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন