RadioButton
এই পর্বে আমরা রেডিওবাটনের কাজ শিখবো । চেকবক্স এ ইউজার যত ইচ্ছা তত অপশন চেক করতে পারতো কিন্তু রেডিওবাটনে ইউজার শুধুমাত্র একটি অপশন চুজ করতে পারবে । তো চলুন লেআউটের কাজ করা শুরু করে ফেলি - <TextView android:layout_width="match_parent" android:layout_height="wrap_content" android:text="@string/headline" android:textSize="28sp" android:textStyle="bold"/> একদম উপরে ইউজারকে একটি ম্যাসেজ দিয়ে দিলাম, যে ম্যাসেজটি strings.xml এ রাখা আছে । এখন আমরা RadioButton বাটনের ভিউগুলো এড করবো । RadioButton গুলো থেকে যেহেতু ইউজার একটি মাত্র অপশন চুজ করতে পারবে তাই এই ভিউগুলোকে একটি গ্রুপ এর ভিতরে রাখতে হবে । চেকবক্সে ইউজার যত ইচ্ছা তত চুজ করতে পারতো তাই সেই ভিউগুলোকে কোন গ্রুপের ভিতর নাহ রেখেও আমরা কাজ করতে পেরেছি কিন্তু RadioButton গ্রুপ এ নাহ রেখে আলাদা রাখলে এটা RadioButton হিসেবে কাজ করবে নাহ । তাই RadioButton যে গ্রুপ এর ভিতর রাখতে হবে তার নাম হল RadioGroup <RadioGroup android:layou